জাবিতে সিন্ডিকেট নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজ জয়ী

ju gateজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে
আওয়ামী লীগ পদ প্রার্থীরা। রোববার (৫জুন) সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচনের রিটানিং অফিসার ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ভোট গ্রহণ শেষে এ ঘোষণা করেন।

 
নির্বাচনে ৬ টি ক্যাটাগরিতে (ডীন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ক্যাটাগরি) ৬ জন সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটিতে ১ জন এবং শিক্ষা পর্ষদে ৩টি ক্যাটাগরিতে (সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক ক্যাটাগরি ) মোট ৬ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল ও বিএনপিপন্থি শিক্ষক বামপন্থি এবং আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ নিয়ে গঠিত ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেলকে হারিয়ে আওয়ামীপন্থি পুরো প্যানেল জয়ী হয়।

Post MIddle

 
‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে ডীন ক্যাটাগরিতে সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. আমির হোসেন, হল প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. শাহেদুর রশিদ, অধ্যাপক  ক্যাটাগরিতে গনিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের মোছা. ফাহিমা আহমেদ এ্যানি, প্রভাষক ক্যাটাগরিতে মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক সৈয়দা মরিয়ম লিজা জয়ী হয়েছে। অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ জয়ী হয়েছে।

 
এদিকে শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহকারী অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান, প্রভাষক ক্যাটাগরিতে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ তারিকুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো: ইউসুফ হারুন জয়ী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

পছন্দের আরো পোস্ট