বাকৃবিতে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

DSC_0063 (1)বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য ৮ম বুনয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী আজ (২ জুন ২০১৬)  বৃহস্পতিবার জিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আফজাল হোসেন বলেন, দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষনের কোন বিকল্প নাই । পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রাপ্ত প্রশিক্ষণ কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে। জিটিআই এর পরিচালক প্রফেসর ড. এম. মোজাহার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবদুর রহমান সরকার।

 

Post MIddle

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. জাবেদ আলী মির্জা , রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম, ট্রেজারার মোঃ রাকিব উদ্দিন, প্রশিক্ষনার্থী আশরাফুল আলম ভ’ইয়া প্রমুখ।

 

উল্লেখ্য গত ০৮ মে থেকে ০২ জুন পর্যন্ত অনুষ্ঠিত ৮ম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে বাকৃবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোট ২৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জিটিআই এর সহযোগী প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম ।

DSC_0072

 

পছন্দের আরো পোস্ট