অপেক্ষার চাঁদ

নবীনঅপেক্ষার এ প্রহর বড় সাধের,
যেন আঁধার ভেঙে হঠাৎ দেখা চাঁদের।
নিষ্প্রাণ এ জীবন পেলো হাসি,
থাক এ ধারা চলুক বারোমাসি।

 

মিষ্টি রোদে আলো ছায়া যত,
মাখামাখি সখ্যতা প্রেম তত।
বসেই আছি আসবে বলে পাখি,
যদিও এখন ঘুম কাতুরে আঁখি।

 

Post MIddle

এই যে এই গাছের নিচে ছায়,
শান্ত হয়ে মেলিয়ে দিয়ে কায়।
গন্ধ খুঁজি চাঁদের মাটির গন্ধ,
চোখটি বুঁজে হয়ে সখের অন্ধ।

 

কোন মাটিতে চাঁদ যে হলো চাঁদ,
সেই মাটিতে ভেজাবো দু হাত।
গড়াগড়ি করবো অঢেল একা,
হয় যেন গো চাঁদের আলোয় জীবন পাতা লেখা।।।।।

পছন্দের আরো পোস্ট