ঢাবি প্রাচ্যকলা বিভাগের শিল্পকর্ম প্রদর্শনী শুরু বুধবার

DU LOGOঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৫’ বুধবার (১ জুন ২০১৬) বিকেল ৩টায় জয়নুল গ্যালারীতে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

 

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক মু. আবুল হাশেম খান, অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, প্রকৌশলী ময়নুল আবেদিন এবং শিল্পসমালোচক মোস্তফা জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

Post MIddle

বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে বিএফএ সম্মান ও এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারী ৩৮জন শিক্ষার্থীর নির্বাচিত ৫৪টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট