ঢাবিতে ছাত্রীদের জন্য সাইবার নিরাপত্তা কর্মশালা

সাইবার নিরাপত্তায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক সাইবার নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)। শনিবার থেকে চলা এ আয়োজনে শিক্ষার্থীদের সাইবার অপরাধের ধরন, অপরাধের শিকার হলে করণীয়, তথ্যপ্রযুক্তি আইন এবং সাইবার জগতে সচেতন থাকার উপায় তুলে ধরা হচ্ছে। ইতিমধ্যে কবি সুফিয়া কামাল, রোকেয়া ও শামসুন্নাহার হলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

Post MIddle

ডিইউআইটিএস সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার বেগম ফজিলাতুননেসা মুজিব হলে এবং আগামীকাল বুধবার বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। ৪ জুন শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পাঁচ দিনের এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাইবার অপরাধবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং র‍্যাবের পরিচালক (এমআইএস) উইং কমান্ডার ফরহাদ হোসেন মাহমুদ।#

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট