পাঁচ দফা দাবিতে রাবি প্রশাসনকে স্মারকলিপি

রাজশাহী-বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনকে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতি। মঙ্গলবার সকালে সমিতির সভাপতি মো. সাব্বির হোসেন সাক্ষরিত এ স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

 

 

পাঁচ দফা দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারীদের সার্টিফিকেট নথিভুক্তসহ অনার্জিত ইনক্রিমেন্ট প্রদানের ব্যবস্থা গ্রহণ করা, সাধারণ গৃহ নির্মাণ ঋণের সুদের পরিমাণ কমানো, স্ব-স্ব সমিতির নীতিমালা অনুযায়ী সুবিধা প্রদান করা, দশম গ্রেডে পরিবহন টেকনিক্যাল কর্মচারীদের যাতায়াত ও টিফিন ভাতা প্রদান করা। এবং আগামী সিন্ডিকেট সভায় এ দাবিসমূহ অনুমোদন করার দাবি জানানো হয়।

 

 

Post MIddle

 
স্মারকলিপিতে আরো জানানো হয় আগামী সিন্ডিকেট সভায় দাবিগুলো পাশ না হলে সিন্ডিকেট সভার পরদিন থেকে কর্মসূচি দেওয়া হবে।

 

 

 
উল্লেখ্য, গত রোববার সহায়ক কর্মচারী সমিতির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই পাচঁ দফা দাবি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

 

লেখাপড়া২৪/এমটি/১০১

পছন্দের আরো পোস্ট