সিভাসুতে দুইদিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা কাল শুরু
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে আগামীকাল মঙ্গলবার “Udder Health Control Programme in Developing Countries: Learning from each other and sharing global experiences” শীর্ষক দুইদিন ব্যাপী এক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হবে।
সুইডিশ সরকারের অর্থায়নে অত্র বিশ্ববিদ্যালয়ে পরিচালিত “Development of Udder Health Control Programme in Dairy Cows in Bangladesh” শীর্ষক গবেষণা প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের সিভাসু, সুইডেনের ন্যাশনাল ভেটেরিনারি ইনস্টিটিউট, নেদারল্যান্ডের ইউটরেক্ট ইউনিভার্সিটি এবং ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এগ্রিকালচারাল রিসার্চ (আই.এন.আর.এ)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়েছে।
ভারত, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, শ্রীলংকা, সুইডেন, নেদারল্যা-, ফ্রান্স, কেনিয়া এবং বাংলাদেশের বিশেষজ্ঞ গবেষকগণ কর্মশালায় অংশগ্রহণ করবেন। দুইদিনের কর্মশালায় অংশগ্রহণকারী দেশি-বিদেশি বিশেষজ্ঞগণ বাংলাদেশে গাভির ওলান স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন।
মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠেয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. আখতার হোসেন, এফএও’র ওয়ান হেল্থ কোঅর্ডিনেটর প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথ, সুইডেনের ন্যাশনাল ভেটেরিনারি ইনস্টিটিউটের প্রজেক্ট লিডার ড. ইলভা পেরসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। স্বাগত বক্তব্য রাখবেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আহসানুল হক। প্রকল্প সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল প্রজেক্ট লিডার প্রফেসর ড. মিজানুর রহমান।##
লেখাপড়া২৪.কম/এমএইচ