আশায় যৌন সম্পর্কীয় স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ

IMG_8826‘দূর্যোগকালীন সময় এবং পরবর্তী প্রজনন এবং যৌন সম্পর্কীয় স্বাস্থ্য সেবা’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচী গতকাল (২৭ মে ২০১৪) শুক্রবার আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়। পাবলিক হেলথ বিভাগ, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের শিক্ষার্থীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করেন। International Planned Parenthood Federation (IPPF)এর অধিনস্ত SPRINTপ্রকল্পের সহযোগিতায় পাবলিক হেলথ বিভাগের শিক্ষকবৃন্দ এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।

 

Post MIddle

এই প্রশিক্ষণ কর্মসূচীর মূল লক্ষ্য হল- প্রাকৃতিক এবং মানুষ্যসৃষ্ট দূর্যোগের সময় এবং পরবর্তিতে মহিলাদের প্রজনন এবং যৌন সম্পর্কীয় স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা এবং এ সমস্যা নিরসনে বাস্তব সম্মত ভূমিকা পালন করা।
অনুষ্ঠানের সভাপতি পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বারী স্বাগত বক্তব্য প্রদান করেন ।

 

প্রশিক্ষণ কর্মসূচীর মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আই পাস বাংলাদেশ-এর ডাঃ শারমিন সুলতানা এবং SPRINT প্রকল্প (বাংলাদেশ)-এর জনাব মাসুম আল জাকি।পাবলিক হেলথ বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

 

 

পছন্দের আরো পোস্ট