শেকৃবিতে ‘অস্তিত্ব’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শেকৃবিতে আরেফিন শুভ এবং তিশা অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র “অস্তিত্ব” প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) শেকৃবি অডিটোরিয়ামে তিন ধাপে এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
শেকৃবিতে এই প্রথম ৩০ ফিট X ২০ ফিট রূপালি পর্দায় ১০০০০ লুমেন এর পাওয়ারফুল প্রজেকশন সিস্টেমে নিজ ক্যাম্পাসে বসেই প্রিয় তারকাদের সাথে আরেফিন শুভ এবং তিশা অভিনীত সদ্য মুক্তি প্রাপ্ত সুপারহিট চলচ্চিত্র “অস্তিত্ব” এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।
১০০ টাকার টিকিটে পপকর্ন এবং সফট ড্রিঙ্কস ছিল ফ্রি। সকাল ১০ টা, বিকেল ৩ টা এবং সন্ধ্যা ৬.৩০ মিনিটের তিন শোতে ছিল র্যাফেল ড্র এবং আকর্ষনীয় গিফট সামগ্রী।
দর্শক ফারুক হোসেন বলেন, আমি যত বাংলাদেশি মুভি দেখেছি তার মধ্যে অন্যতম একটা মুভি হল অস্তিত্ব। সেইরকম একটি সামাজিক মুভি আর অন্যরকম অনুভুতি নিয়ে তৈরী এই মুভিটি। চোখের পানি ধরে রাখতে পারলাম না। ধন্যবাদ শেকৃবি ও আমাদের বড় ভাইদের এই রকম একটি মুভি দেখার সুযোগ করে দেয়ার জন্য।#
আরএইচ