জাবিতে সিন্ডিকেট নির্বাচন ৫ জুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটি ও শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচনের রিটানিং অফিসার ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল সাড়ে ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬টি ক্যাটাগরিতে ৬ জন সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটিতে ১ জন ও শিক্ষা পর্ষদে ৩টি ক্যাটাগরিতে মোট ৬ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এতে আওয়ামীপন্থি শিক্ষকরা ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বিএনপি, বামপন্থি ও আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাচনে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে দুই জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ‘সম্মিলিত শিক্ষক’ প্যানেল থেকে সিন্ডিকেট সদস্য হিসেবে ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক, প্রভোস্ট ক্যাটাগরিতে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক ক্যাটাগরিতে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ. এ. মামুন, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম রাশেদুল আলম, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. ফজলুল হালিম রানা, প্রভাষক ক্যাটাগরিতে গনিত বিভাগের প্রভাষক মো. আল-আমিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন।
শিক্ষা পর্ষদে শিক্ষক প্রতিনিধি হিসেবে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমীন সুলতানা, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামছুন নাহার, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদা পারভীন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. উম্মে সালমা যোহরা, প্রভাষক ক্যাটাগরিতে পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক ড. আবদুল মান্নান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে নির্বাচনে সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহম্মদ গোলাম রব্বানী ও সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।#
আরএইচ