ঢাবিতে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বিষয়ে বিশেষ সেমিনার

024434Pic-14ঢাকা বিশ্ববিদ্যালয় তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগে বুধবার ( ২৫ মে ২০১৬) “The Nucleus: Hundred years of surprises and Benifit to the Society” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

এতে আইএসওএলডিই-এর স্পোকস্পার্সন অধ্যাপক ড. মারিয়া জোসে গার্সিয়া বরখে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক মারিয়া হোসে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এ কর্মরত রয়েছেন। বক্তৃতায় তিনি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আধুনিক আবিস্কার এবং গবেষণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাঁর আলোচনায় সকলে মুগ্ধ হন।

 

Post MIddle

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ছাড়াও অন্যান্য অনুষদের ছাত্র, শিক্ষক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট