জাবি ছাত্রের মৃত্যুতে উপাচার্যের শোক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী জামিলুর রহমান জিসান-এর অকাল মৃত্যু ঘটেছে। (ইন্নালিল্লাহি—-রাজেউন)। জামিলুর রহমানের সাঁতার-সঙ্গীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জামিলুর রহমান সাঁতার কাটার এক পর্যায়ে পানিতে ডুবে মারা যান। তার অকাল মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় উপাচার্য বলেন, জামিলুর রহমানের অকাল মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর এ মৃত্যু অনাকাক্সিক্ষত ও দুঃখজনক। জামিলুর রহমানের মৃত্যুর মধ্যদিয়ে একটি সম্ভাবনাময় জীবনের অপমৃত্যু ঘটলো। এই অনভিপ্রেত দুর্ঘটনায় জামিলুর রহমানের পরিবার, বিশ্ববিদ্যালয় ও জাতি একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। এ ক্ষতি পূরণ হবার নয়। উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অফিসার কর্মচারিদের পক্ষ থেকে জামিলুর রহমানের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। #
আরএইচ