সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারি কল্যাণ সমিতির সংবর্ধনা

1818সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অস্থায়ীভাবে দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগকৃতদের চাকুরি স্থায়ীকরণের দাবি যৌক্তিক বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে।

 

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু আজ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারি কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাাফিজুর রহমান এমপি এতে বিশেষ অতিথি ছিলেন।

 

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সাধন কান্ত বাড়ই এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাড্ভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, অ্যাড্ভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি, নজরুল ইসলাম বাবু এমপি, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন।

 

Post MIddle

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৃষ্ট ৩৭ হাজার দপ্তরি-কাম-প্রহরী পদ জাতীয়করণের দাবি জানানো হয়। এ পদে কর্মরত কিছু কর্মচারী নিয়মিত বেতন পাচ্ছে না বলে তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত দপ্তরি-কাম-প্রহরী পদ স্থায়ী করলে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা উল্লেখ করেন। শিল্পমন্ত্রী বলেন, কারো দাবির প্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-প্রহরী পদে নিয়োগ দেয়া হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্রণোদিত হয়ে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়ে এ পদ সৃষ্টি করেছেন।

 

আমির হোসেন আমু বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ৪০ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তারই নীতির আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মেয়াদে ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন।

 

উল্লেখ্য, এ পদে কর্মরতদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।

পছন্দের আরো পোস্ট