কুমারখালীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ
কুষ্টিয়ার কুমারখালীতে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষা-২০১৫’র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দূর্গাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য শিক্ষানুরাগী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। দূর্গাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দীন মহম্মদ মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মঈনা মোশফেকা ডালিয়া, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি পিয়ার মহম্মদ ঠান্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ প্রমুখ।
পরে এমপি আব্দুর রউফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা, মদন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
লেখাপরা২৪/এমটি/১০৮