ইবি শিক্ষকের উপর হামলায় শিক্ষকদের নিন্দা ও প্রতিবাদ
কুষ্টিয়ার স্থানীয় চিকিৎসক সানোয়ার হোসেন ও ইবি শিক্ষক সাইফুজ্জামানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম। হামলার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে শুক্রবার এ বিবৃতি দেন আওয়ামীপন্থী শিক্ষকরা।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. জাকারিয়া রহমান ও সাধারণ সম্পাদক ড, মিজানুর রহমান, প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সভাপতি ড. মাহবুবুল আরেফিন ও সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে শিক্ষকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এছাড়া এ ঘটনায় শিক্ষক সমিতির সভাপতি ড. এমতাজ হোসেন ও সাধারণ সম্পাদক ড. অলীউল্লাহ স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান শিক্ষকরা। এঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রইউনিয়ন সহ বেশ কয়েকটি সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।##
লেখাপড়া২৪.কম/এমএইচ