শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শাবিতে কান ধরে মানববন্ধন!

391d7ebc-9e14-4d81-90f3-fb8e34348988নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবস করানোর ঘটনা প্রতিবাদ জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা কান ধরে সহমর্মিতা জানিয়েছেন।মঙ্গলবার সাড়ে ১১টায় শাবির কেন্দ্রীয় গ্রহন্থাগারের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্মসূচির আহবায়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগরিকা চৌধুরী, সাস্ট ক্যারিয়ার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম নোমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার, মুশতাক আহমদ, শাহরিয়ার সোহান, খইরুম কামেশ্বর, স্বপন আহমেদ  প্রমুখ।এ সময় সাগরিকা চৌধুরী বলেন, এ ধরনের নেক্কারজনক ঘটনা সামাজিক মুল্যবোধকে আরো নিম্নস্তরে নামিয়ে দিচ্ছে। মানবিক দায়িত্ববোধের জায়গা থেকে সরি‌ বলে শ্যামল কান্তি ভক্ত স্যারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

 

Post MIddle

সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে বলে তিনি প্রত্যাশা করেন।প্রসঙ্গত, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক শ্যামল কান্তির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে শুক্রবার দুপুরে তাকে  লাঞ্ছিত, মারধর ও কান ধরে উঠবস করানো হয়। ঘটনার সময় সেখানে এমপি সেলিম ওসমান উপস্থিত ছিলেন

 

।গত ৮ মে ক্লাশে পড়ানোর সময় এক ছাত্রকে প্রহারের ঘটনার পরেই মূলত ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ওই পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করেছেন ঘটনার শিকার ওই প্রধান শিক্ষক।

 

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/

পছন্দের আরো পোস্ট