৩৪তম বিসিএসে নিয়োগ পেলেন দুই হাজার ২০ জন

PSC+Building.অবশেষে ৩৪তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকরি প্রার্থীদের প্রতীক্ষার অবসান ঘটলো। এ বিসিএসের ২ হাজার ২০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখা থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশে এ নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১ জুনের মধ্যে নিয়োগ প্রাপ্তদের সংশ্লিষ্ট দফতরে যোগ দিতে বলা হয়েছে।

 

৩৪তম বিসিএসে উল্লেখযোগ্য ক্যাডারগুলোর মধ্যে প্রশাসনে ২৭৯ জন, পুলিশে ১৪২ জন, শিক্ষায় ৭৪৬ জন, পররাষ্ট্রে ২১ জন, আনসারে ২১ জন, কর ক্যাডারে ৩৫ জন, ইকোনমিকে ২১ জন, মৎস্যে ৬৯ জন, কৃষিতে ২৭৩ জন, স্বাস্থ্যে ২২০ জন, তথ্যে ১৬ জন, গণপূর্ত ক্যাডারে ৫৩ জন নিয়োগ পেয়েছেন।

 

Post MIddle

গত বছরের ২৯ আগস্ট ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। পরে ৫ নভেম্বর আরো ১৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়।

 

পিএসসি থেকে জানা গেছে, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি দুই হাজার ৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছরের ২৪ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। দুই দফায় সংশোধিত ফলাফলে ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন।

 

এরপর ২০১৪ সালের ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা (বিষয়ভিত্তিক পরীক্ষা বাদে) শেষ হয়। লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর। লিখিত পরীক্ষায় মোট নয় হাজার ৮২২ জন উত্তীর্ণ হন।#

পছন্দের আরো পোস্ট