ডিআইইউ‘র আইন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাসফর
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগের ৩৭/বি ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সফর ১৬ মে গাজীপুরের নুহাশপল্লীতে অনুষ্ঠিত হয়। বিভাগের ৩০ শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করে। এই শিক্ষাসফরের প্রধান উদ্দেশ্য ছিলো-শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা।
বিশ্ববিদ্যালয়ের গ্রীনরোড ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করা হয়। শিক্ষা সফর শেষে রাত সাড়ে ৯টায় ফের ক্যাম্পাসে ফিরে আসে শিক্ষার্থীদের বাস।
শিক্ষাসফর সফলে সমন্বয়কের দায়িত্বে ছিলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম সৌরভ, সহকারী অধ্যাপক রোকসানা আক্তার, মাহফুজা আক্তার, নাসির আহমেদ ও মাহবুবুর রহমান।
দিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা বেশ আনন্দ উপভোগ করে। এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখারও সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা।#
আরএইচ