চুয়েটের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার

2চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, গবেষণা প্রবন্ধ প্রকাশের মাধ্যমে গবেষকরা নিজেদের কর্মপ্রয়াস সকলের সামনে তুলে ধরতে পারেন। বিশ্বমানের গবেষণা প্রবন্ধ প্রকাশের জন্য নিজেদেরকে সব সময় অগ্রসর চিন্তা-চেতনায় থাকতে হবে। গবেষকদের উন্নতমানের গবেষণা প্রবন্ধ প্রকাশের কলা-কৌশলগুলো জানতে হবে। এটি একটি নিরন্তর চলমান প্রক্রিয়া।

 

তিনি আজ (১৬ মে) সোমবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত ‘ হাই ইমপ্যাক্ট রিসার্চ এন্ড প্লেগিয়ারিজম ইন পাবলিকেশন’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

Post MIddle

ইইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন।

 

স্বাগত বক্তব্য রাখেন ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন ইইই বিভাগের প্রভাষক অধরা নীলিম দেওয়ানজী।

 

 

পছন্দের আরো পোস্ট