ইউজিসি চেয়ারম্যানের সাথে ড. স্টিভেনের সৌজন্য সাক্ষাৎ

16.05.2016ড. স্টিভেন এডমন্ড, ডীন (আরইটি) এন্ড প্রফেসর এমিরেটাস, স্কুল অভ বিজনেস এন্ড টেকনোলজি, অস্টিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান-এর সাথে তাঁর দপ্তরে আজ (১৬.০৫.২০১৬ তারিখ) এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আনিসুর রহমান, সিনিয়র স্পেশাল করেসপনডেন্ট, বাংলাদেশ সংবাদ সংস্থা তার সফরসঙ্গী ছিলেন।

 

ক্রস বর্ডার হায়ার এডুকেশন, একাডেমিক এবং গবেষণা সহযোগিতা, কারিকুলাম, সিলেবাস, শিক্ষক-শিক্ষার্থীসহ উচ্চশিক্ষার বিভিন্ন দিক আলোচনায় প্রাধান্য পায়।

 

Post MIddle

ইউজিসি চেয়ারম্যান বলেন যে, উচ্চশিক্ষার উন্নয়ন এবং আন্তর্জাতিকীকরণে বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন সর্বদাই সচেষ্ট ও আন্তরিক। উচ্চশিক্ষার উন্নয়নের জন্য কমিশন একাডেমিক ইনোভেশন ফান্ড, কোয়ালিটি এসিউরেন্স সেল, বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক এবং ইউজিসি ডিজিটাল লাইব্রেরিসহ উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম এবং প্রফেসর ড. মোঃ আখতার হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট