মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামীকাল শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব পরীক্ষা আগামী ১৭মে (মঙ্গলবার) সারাদেশে ১১৪ টি কেন্দ্রে একযোগে সর্বমোট ১৩১ টি কলেজের ১,৯৬,৫৬২ জন পরীক্ষার্থী ৩১ টি বিষয়ে এ পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
সোমবার (১৬মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা প্রতিদিন দুপুর ০২:০০ টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।