নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু ১২ জুন
গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র শব-ই-ক্বদর, জামাতুল বিদা ও ঈদ-উল ফিতর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১২ জুন ২০১৬ রবিবার থেকে ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান জানান, আবার আগামী ১৭ জুলাই ২০১৬ রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা যথারীতি চালু হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ০৩ জুলাই ২০১৬ রবিবার থেকে ১৪ জুলাই ২০১৬ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আবার আগামী ১৭ জুলাই ২০১৬ রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম যথারীতি চালু হবে।#
আরএইচ