ঢাবিতে স্বাস্থ্যবীমার চুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড -এর মধ্যে আজ (১৬ মে ২০১৬) সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে স্বাস্থ্যবীমা বিষয়ক এক নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপাচার্য দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এম মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন, বিশ্বদ্যিালয়ের প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম আব্দুর রহমান, হিসাব পরিচালক মো. আশরাফ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ৪র্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি তোফাজ্জল চৌধুরী ও সাধারণ সম্পাদক হান্নান মিজিসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণি কর্মচারী ও তাদের স্পাউস, সন্তানদের স্বাস্থ্যবীমা সংক্রান্ত সেবা প্রদান করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্বাস্থ্যবীমা চুক্তি স্বাক্ষর করায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীরা যাতে স্বাস্থ্যবীমার সুফল ভোগ করতে পারে সেজন্য গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।