খুবি পরিদর্শনে শিক্ষা সচিব
শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন রোববার বিকেল সাড়ে ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছলে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি উপাচার্যের দপ্তরে কিছু সময় অতিবাহিত করেন।

এসময় উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে সফরের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং স্মারক হিসেবে বিশ্ববিদ্যালয়ের একটি ক্রেস্ট উপহার দেন। পরে শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, নির্মাণাধীন ফিটনেস সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের উর্দ্ধমূখি সম্প্রসারণ, নতুন ছাত্রী হলসহ বিভিন্ন উন্নয়ন অবকাঠামো ঘুরে দেখেন। এসময় ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় প্রধান এবং সচিবের সফরসঙ্গীবৃন্দ সাথে ছিলেন।#
আরএইচ