ঢাবি উপাচার্যের সঙ্গে জাপান প্রতিনিধিদলের সাক্ষাৎ

12-5-2016জাপানের নারা উইমেন্স ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল গতকাল (১২ মে) বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর বাসভবনস্থ অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উইমেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হারুকি ইমাওকা। অন্যান্যদের মধ্যে প্রতিনিধিদলে ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসাকি হায়াশী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রাজ্জাক খান।

 

Post MIddle

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের নারা উইমেন্স ইউনিভার্সিটিরমধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

 

উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

 

 

পছন্দের আরো পোস্ট