শেকৃবিতে বাঁধনের নবীনবরণ
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের উদ্যোগে নবীনবরণ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। বাঁধন, শেকৃবি ইউনিটের সহ-সভাপতি মোঃ মাহমুসুল হাসান নাইমের শুভেচ্ছা বক্তব্যের পর পরই নবীন বাঁধন কর্মীদের ফুল দিয়ে বরণ করেন প্রবীণ কর্মীরা।

নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর প্রফেসর ডঃ মোঃ মিজানুর রহমান বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। রক্তের মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, তা সহজে ভাঙে না। এসময় তিনি বাঁধনের কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার পরামর্শ দেন।
বাঁধন, শেকৃবি ইউনিটের সভাপতি মোঃ হোসনে মোবারকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাঁধন, শেকৃবি ইউনিটের উপদেষ্টা ও সহকারি অধ্যাপক মোঃ মহব্বত আলী, কৃষি বনায়ন বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম, বাঁধন কেন্দ্রীয় কমিটির রকিব হাসান, ঢাকা সিটি জোনের মোঃ আরিফুজ্জামান, কৃষিবিদ সাব্বির সজিব, সুদীপ্ত মণ্ডলসহ আরও অনেকে।
নবীনবরণ শেষে মেয়েদের পিলো পাসিং ও ছেলেদের নিশানা ভেদ (ডার্টবোর্ড) খেলায় মেতে ওঠে নবীনরা। এরপর ম্যাজিক বক্সের মাধ্যমে একেকজনের একেক রকম মজার মজার উপস্থাপনায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন উদ্যমে স্বেচ্ছায় রক্তদানে সবাইকে উৎসাহিত করার মন্ত্রে দীক্ষিত হয়ে সন্ধ্যায় শেষ হয় নবীনবরণ ২০১৬।#
আরএইচ