তাহমিনা আহমেদ ইলা স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার
সাভারস্থ চাপাইন নিউ মডেল হাইস্কুলের ছাত্রী তাহমিনা আহমেদ ইলা এবার এসএসসি পরীক্ষায় ‘এ প্লাস’ (জিপিএ ফাইভ) পেয়েছে।বিজ্ঞান গ্রুপের ছাত্রী ইলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক, গবেষক ও কলামিস্ট আহমেদ সুমনের ভাগ্নি। ইলা সাভারের ব্যাংক কলোনী নিবাসী রাজনীতিবিদ ও সমাজকর্মী শাহানুর ইসলাম ও সোমা হাসানের দ্বিতীয় কন্যা।

ইলা ভবিষ্যতে চিকিৎসক হতে ইচ্ছুক। ইলা জানায়, স্বাস্থ্য সেবায় অবদান রাখার মাধ্যমে দেশ সেবা করা যায়। তাই চিকিৎসক হওয়ার মধ্যদিয়ে সে অসুস্থ্য মানুষের পাশে দাড়াতে চায়।