রেডিও পদ্মার সম্প্রচার সাময়িক বন্ধ
কারিগরী মানোন্নয়ন এবং অত্যাধুনিক ট্রান্সমিটার ও সাউন্ড ইক্যুপমেন্ট স্থাপনের জন্য দেশের প্রথম কমিউনিটি বেতার “রেডিও পদ্মা ৯৯.২এফএম” এর সম্প্রচার কার্যক্রম ১৩ মে শুক্রবার সকাল থেকে সাময়িক সময়রে জন্য বন্ধ রাখা হয়েছে।
শ্রোতাদের বিশেষ অনুরোধক্রমে রেডিও পদ্মা’র কাভারেজ বাড়ানো ও সাউন্ড কোয়ালিটি আরও শ্রুতিমধূর করার জন্যই মূলত অত্যাধুনিক ট্রান্সমিটার ও বিভিন্ন ধরণের সাউন্ড ইক্যুপমেন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আপগ্রেডেশনের কাজ শেষ হলেই রেডিও পদ্মা নতুন উদ্যোমে সম্প্রচার কার্যক্রম শুরু করবে। পূনঃপ্রচার শুরু করার পর ৯৯.২এফএম মিটার ব্যান্ডে রেডিও পদ্মা’র কাভারেজ এলাকা এবং সম্প্রচার মান ও সাউন্ড কোয়ালিটি অনেকাংশে বৃদ্ধি পাবে। একই সাথে অনলাইনে িি.িৎধফরড়ঢ়ধফসধ.ভস এতেও রেডিও পদ্মা’র প্রচারমান অনেক শ্রুতিমধূর হবে।
রেডিও পদ্মা’র সম্প্রচার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখায় আন্তরিকভাবে দূঃখ প্রাকশ করেছেন এর চেয়ারর্পাসন অধ্যাপক মশিহুর রহমান এবং চীফ কো-অর্ডিনেটর জি এম মুরতুজা।#
আরএইচ