রাবিতে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ শুরু

RU Pic 12.05.2016রাজশাহী বিশ্ববিদ্যালয় শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে শুরু হয়েছে। সকাল ৮:৩০ মিনিটে সাঁতার প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

 

Post MIddle

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ছাড়াও অন্যান্যের মধ্যে বয়সভিত্তিক সাঁতার শিক্ষা কোর্স-২০১৬ এর সমন্বয়কারী মো. আহসান উল আলম, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো. শহিদুল আলম, বয়সভিত্তিক সাঁতার শিক্ষা কোর্স-২০১৬ এর প্রশিক্ষক শের-ই-বাংলা ফজলুল হক হলের সিনিয়র উপ-পরিচালক মো. আছাদুজ্জামান ও বিভিন্ন অফিস প্রধান উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, এই কোর্সটি দুই সপ্তাহব্যাপী চলবে।

 

শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক চৌধুরী মনিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

 

 

পছন্দের আরো পোস্ট