বিডিরেন-বিএসসিসিএলের মধ্যে সমঝোতা

12.05.2016ইন্টারনেট ব্যান্ডউইথ এর ব্যবহার সংক্রান্ত বিডিরেন (বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক) এবং বিএসসিসিএল (বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড) এর মধ্যে এক সমঝোতা স্মারক আজ (১২ মে) ইউজিসি ভবনে স্বাক্ষরিত হয়। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কে এম হাবিবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিডিরেন এবং ইঞ্জিনিয়ার মোঃ মনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, বিএসসিসিএল স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

Post MIddle

সমঝোতা স্মারক অনুযায়ী, বিশ্ববিদ্যালয়সমূহে বিতরণের জন্য বিডিরেন সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড এর কাছ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ ক্রয় করতে সক্ষম হবে।ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, বিএসসিসিলের বোর্ড অভ ডিরেক্টরস এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট