প্রাথমিক শিক্ষা সমাপনীতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
বরগুনার তালতলী উপজেলার ২০১৫ ইং সনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাতনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ২২ শিক্ষার্থীকে বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পিডি একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রিপন চন্দ্র মন্ডল, কামরুল আহসান, নিখিল চন্দ্র ম.কর্মকার, মোঃ শহিদুল ইসলাম ও সাংবাদিক আঃ মান্নান প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্তদেরকে ১টি ডিকশনারী, ১টি প্লেট ও ১টি কলম পুরস্কৃত করা হয়েছে।