ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ লাখ টাকার অনুদান
ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগে ‘ড. কানিজ-ই-বাতুল সেমিনার কক্ষ’ উন্নয়নের লক্ষ্যে ৫ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। উর্দু বিভাগের প্রয়াত অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল এর ছোট ভাই সৈয়দ আসাদ আব্বাস আজ ১২ মে ২০১৬ বৃহস্পতিবার উপাচার্য দফতর সংলগ্ন লাউঞ্জে এক অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান ড. মো: ইস্রাফীলের কাছে অনুদানের এই চেক হস্তান্তর করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান, উর্দু বিভাগের অধ্যাপক ড. জাফর আহমদ ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক মো: গোলাম মাওলা উপস্থিত ছিলেন।উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁর বক্তব্যে ড. কানিজ-ই-বাতুলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন সৎ ও আদর্শ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে তিনি সারাজীবন কাজ করে গেছেন। নজরুল বিষয়ক তাঁর গবেষণা চির স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. কানিজ-ই-বাতুল ১৯৫১ সালের ১৪ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০১৫ সালের ৭ জুলাই ইন্তেকাল করেন।