গল্পের কথা
গল্পের কথাগুলোই শুনছিলাম
নাবালক বিকেলের গল্প।
তুমি বলছিলে নিরুদ্দেশ বালকের কথা
সিংহল সমুদ্র থেকে যে টিপ এনে দিয়েছে।

রংধনুর সাতটি নয়, আটটি রং একেঁছে
ঝিলিমিলি নক্ষত্রের গল্প বলেছে।
তুমি তো বলেছিলে সে বালক নয়!
মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া কোনো রাজকুমার ?
না গোধুলীর দিকে ছুটে চলা উদাসীন পথিক?
তাও না ! তবে সে কে?
কোন পরিচিত মুখের জলছাপ ?
না খাঁ-খাঁ রৌদ্রে কোনো দুপুরের গল্প?
বুঝেছি, সে বিখ্যাত কোনো প্রণয়োপন্ন্যাসের স্বার্থপর নায়ক
যে প্রেম দেয়নি, দিয়েছে মরিচীকা
আলো-আধারে হারিয়েছো আলোকবর্তিকা।#