ইন্ডিপেনডেন্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টার
শিক্ষার্থীদের ইংরেজী ভাষা ব্যবহারে দক্ষ করে তুলতে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,আইইউবির ইংরেজী বিভাগের উদ্যোগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিসোর্স সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার, (১২ মে) আইইউবি ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।আইইউবি-র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সেন্টার উদ্বোধন করেন। তিনি বলেন, যে কোন ভাষায় উৎকর্ষতা লাভে চর্চ্চার কোন বিকল্প নেই এবং আমরা আজীবন এটা করে যেতে পারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আমেরিকান সেন্টারের কালচারাল এ্যাফেয়ার্স অফিসার জর্জ মেস্থস এবং আইইউবি-র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো মিস কেটি ম্যাকলার।সেন্টারের উদ্দেশ্য ও কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন আইইউবি-র ইংরেজী বিভাগের প্রধান জনাব তৌহিদ-বিন-মোজাফ্ফর এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক রাজিয়া সুলতানা খান।