অফিস কার্যক্রম পরিদর্শনে ইবি ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার অফিসসমূহ পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আকস্মিকভাবে তিনি প্রশাসনিক ভবনের প্রতিটি অফিস কক্ষে যান এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্ম ও উপস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। এ সময় যে সকল কর্মকর্তা-কর্মচারী অফিসে অনুপস্থিত ছিলেন তাদের বিষয়েও খোঁজ নেয়া হয়। পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলরের সাথে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অপ্রীতিকর ঘটনা সম্পর্কে তথ্য আহবান

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত ৪ মে সংঘটিত অপ্রীতিকর ঘটনা সম্পর্কে কারো নিকট কোন তথ্য জানা থাকলে আগামী ১৮ মে’র মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানের নিকট লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া কেউ মৌখিক সাক্ষাৎকার প্রদান করতে আগ্রহী হলে আগামী ১৯ মে সকাল সাড়ে ১০ টায় প্রক্টর অফিসে তাদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। লিখিত অথবা মৌখিক তথ্য প্রদানকারীর নাম সম্পূর্ণরুপে গোপন থাকবে। কুষ্টিয়া ম্যাজিষ্ট্রেট কোর্ট কর্তৃক নির্দেশিত হয়ে প্রতিবেদন তৈরীর লক্ষ্যে এ তথ্য সংগ্রহ করা হচ্ছে।#
আরএইচ