৫৩ প্রতিষ্ঠানের সবাই ফেল
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর দেশের ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। “কেন সব শিক্ষার্থী ফেল করল তা বিশ্লেষণ করে অবশ্যই ব্যবস্থা নেব,” বুধবার দুপুরে ফল ঘোষণার সময় বলেন তিনি।
এই পরীক্ষায় গত বছর ৪৭টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসেবে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৬টি। এবার ঢাকা, কুমিল্লা ও যশোর বোর্ডে ৩টি করে, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ২টি করে এবং সিলেট বোর্ডের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান এবার চট্টগ্রাম বোর্ডে নেই।
অন্য দিকে মাদ্রাসা বোর্ডের ৩৭টি প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। তবে কারিগরি বোর্ডে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।#