খুবির সিএসই ডিসিপ্লিনে পিয়ার রিভিউ শুরু
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে (সিএসই) পিয়ার রিভিউ শুরু হয়েছে। আজ সকাল ১১ টায় পিয়ার রিভিউ টিমের সদস্যবৃন্দ উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। উপাচার্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, উচ্চশিক্ষার গুণগতমান অর্জনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের মধ্যে আনার কার্যক্রম চলছে।
সিএসই ডিসিপ্লিন পুরাতন ডিসিপ্লিন হিসেবে বিশ্ববিদ্যালয়কে এক্ষেত্রে সহযোগিতা করছে। তিনি রিভিউ টিমের পর্যবেক্ষণ ডিসিপ্লিনের শিক্ষা-গবেষণার মানোন্নয়নে প্রভূত উপকারে আসবে বলে আশা করেন।
এসময় পিয়ার রিভিউটিমের বৈদেশিক বিশেষজ্ঞ শ্রীলংকার ইমেরিটাস প্রফেসর ড. সিভালি রানাওয়ান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. এবিএম রহমাতুল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের(আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ কামরুল ইসলাম তালুকদার ও ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ উপস্থিত ছিলেন।