কুয়েটে যন্ত্রকৌশল বিভাগে নবীন বরণ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। যন্ত্রকৌশল সমিতি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি আজ (১১ মে) বুধবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। যন্ত্রকৌশল সমিতির সভাপতি প্রফেসর ড. খন্দকার আফতাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল, হ্যামকো গ্রুপ খুলনা’র জেনারেল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।