কবিগুরুর জন্মদিন উপলক্ষে খুবিতে সাংস্কৃতিক অনুষ্ঠান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ (১১ মে) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আবৃত্তিবিষয়ক সংগঠন ‘ওংকার শৃণুতা’র প্রযোজনায় সাংস্কৃতিক অনুষ্ঠান “নতুন’এ আর-বার তুমি” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতি সংগঠন ওংকার শৃণুতা, অমৃতাক্ষর, বাঁক, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অ, উদীচী শিল্পী গোষ্ঠী খুলনা অংশগ্রহণ করে।
উল্লিখিত সাংস্কৃতিক সংগঠনগুলোর শিল্পীরা আবৃত্তি, নৃত্যনাট্য, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো ব্যতিক্রমধর্মী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।