বশেমুরবিপ্রবিতে এভারজবসবিডির কর্মশালা
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত সোমবার অনুষ্ঠিত হল জনপ্রিয় জবপোর্টাল এভারজবসবিডির আন্তর্জাতিক কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের অন্যতম দুইটি ক্লাব এ আইএস বিজনেস ক্লাব ও আইপ্লাস ওয়ান ক্যারিয়ারক্লাবের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের গ্যারেজ প্রাংগনে কর্মশালা শুরু হয়।
কর্মশালার শুরুতে সিভি তৈরি ও জব ইন্টারভিউ এর উপর বক্তব্য রাখেন এভারজবসবিডির হেড অফমার্কেটিং ইপসিত তরফদার।এছাড়া কর্মশালার মূল আকর্ষণ ছিল এভারজবসবিডির ব্যাবস্থাপনা পরিচালক ও বাংলাদেশী বংশভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলামের অনুপ্রেরণামূলক বক্তব্য।পরে ক্লাবদুইটির পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড.খোন্দকার মোঃ নাসিরউদ্দীন,সাবিরুল ইসলাম ও এভারজবসবিডিকে সম্মাননাপত্র প্রদান করা হয়।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকেরা এসময় উপস্থিত ছিলেন।#
আরএইচ