ঢাকা বিশ্ববিদ্যালয়ে পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

10-05-2016_DU Library (3)ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের উদ্যোগে “পান্ডুলিপি” বিষয়ক ৩ দিনব্যাপী এক কর্মশালা আজ (১০ মে) মঙ্গলবার গ্রন্থাগারের সাইবার সেন্টারে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

 

ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. এস এম জাবেদ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান (পরিকল্পনা ও উন্নয়ন) সৈয়দা ফরিদা পারভীন। ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি লাইব্রেরিয়ান সৈয়দ আলী আকবর।

 

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানব সভ্যতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে পা-ুলিপিসমূহের পাঠোদ্ধারের ওপর গুরুত্বারোপ করেন। পান্ডুলিপিকে মানব সভ্যতার অত্যন্ত মূল্যবান সম্পদ হিসাবে অভিহিত করে তিনি বলেন এসব পান্ডুলিপিকে সুষ্ঠুভাবে সংরক্ষণ করতে হবে।

 

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি বিভাগের ৭০জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।পরে, উপাচার্য লাইব্রেরির ডিজিটাইজেশন কর্মসূচীর উদ্বোধন করেন।

পছন্দের আরো পোস্ট