ইউল্যাব শিক্ষার্থীদের জন্য ‘লাইটিং ফর ফিল্ম’ কর্মশালা
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) চলচ্চিত্র শিক্ষানবিশ কার্যক্রম সিনেমাস্কোপ ভবিষ্যত চলচ্চিত্র নির্মাতাদের জন্য তিন দিনব্যাপী “লাইটিং ফর ফিল্ম” কর্মশালা আয়োজন করেছে। কর্মশালাটি শুরু হয় ৩ মে এবং শেষ হয় ৫ মে । কর্মশালাটি পরিচালনা করেছেন “জালালের গল্প”খ্যাত চিত্রগ্রাহক বরকত হোসাইন পলাশ।
কর্মশালাটির সমন্বয়কারী, সিনেমাস্কোপের কর্মশালা বিভাগের প্রধান, জোয়েব হাসান বলেন, “চিত্র গ্রহনের অন্যতম প্রধান বিষয় লাইটিং, তাই একজন চিত্রগ্রাহক হতে গেলে, এই জটিল বিষয় সহজভাবে জানার জন্যই এই কর্মশালা।” কর্মশালাটি শুধুমাত্র সিনেমাস্কোপ সদস্য এবং ইউল্যাবের সকল বিভাগের ছাত্রছাত্রীর জন্য উন্মুক্ত ছিল।
সিনেমাস্কোপ ইউল্যাবের একটি শিক্ষানবিশ কার্যক্রম যা ইউল্যাব এবং ক্ষেত্রবিশেষে বহিরাগত শিক্ষার্থী এবং চলচ্চিত্র অনুরাগীদের জন্য বিভিন্ন কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী এবং মাস্টারক্লাস আয়োজন করে থাকে। যোগাযোগঃ http://www.facebook.com/cinemascopeulab