ইউজিসিতে নারা উমেন’স ইউনিভার্সিটি প্রতিনিধি দল
নারা উমেন’স ইউনিভার্সিটি, জাপান এর তিন সদস্যের প্রতিনিধি দলের ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর সাথে তাঁর দপ্তরে সোমবার (০৯.০৫.২০১৬) এক সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ড. ইঞ্জিনিয়ার হারুকি ইমাওকা, প্রেসিডেন্ট, নারা উমেন’স ইউনিভার্সিটি, জাপান।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ফুগো তাকাসু, প্রফেসর, ডিপার্টমেন্ট অব ইনফরমেশন এন্ড কম্পিউটার সায়েন্স, নারা উমেন’স ইউনিভার্সিটি এবং হিসাকি নায়াসি। সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ড. এ এইচ এম রায়হান সরকার, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় উপস্থিত ছিলেন।
আলোচনায় নারী শিক্ষা, সিলেবাস, কারিকুলাম, একাডেমিক এবং গবেষণা সহযোগিতাসহ উচ্চশিক্ষার বিভিন্ন দিক প্রাধান্য পায়।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি এবং ইউজিসি সচিব ড. মোঃ খালেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।#
আরএইচ