যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট অব দ্যা মান্থ অপর্ণা আমিন

Sucsessযুক্তরাষ্ট্রে আসার পর থেকে চলছে সবকিছুর সাথে মানিয়ে নেয়ার অন্য এক যুদ্ধ। সেই যুদ্ধে সবচেয়ে কঠিন কাজগুলো করতে হচ্ছে আমার অপর্ণা আর তার মা লিউজাকে। বিশেষ করে অচেনা পরিবেশে স্কুল, আধুনিক বিশ্বের শিক্ষা কারিক্যুলামে মানিয়ে নেয়া কি সহজ কাজ!! আর কঠিন সেই পথে শক্ত হাতে হাল ধরে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করছে, অপর্ণার স্নেহময়ী মা। রাতের পর রাত পরম মমতা আর ধৈর্যের সাথে বাড়ির কাজ করানো, ইংরেজিতে পোক্ত করে তুলতে চেষ্টা চালিয়ে যাওয়া; কত কিছুতেই না ভূমিকা রাখতে হয়েছে, হচ্ছে।

 

Post MIddle

স্কুলে ভর্তি হওয়ার চার মাসের মাথায় অপর্ণা মার্চ মাসে ‘স্টুডেন্ট অব দ্যা মান্থ’ হয়েছে। যুক্তরাষ্ট্র সুযোগের দেশ। কিন্তু অকারণে কাউকে কিছু দেয় না। তাই অপর্ণার এই সাফল্যযাত্রাকে কি বলবেন? দোয়া করবেন, অপর্ণার সুন্দর জীবনের জন্য।

পছন্দের আরো পোস্ট