ইতিহাস পরিষদের নতুন কমিটি গঠন

৬৬বাংলাদেশ ইতিহাস পরিষদের সুবর্ণ জয়ন্তী (১৯৬৬-২০১৬) ও ১১তম দ্বি-বার্ষিক জাতীয় ইতিহাস সম্মেলন ও সাধারণ সভা গত ৩০ এপ্রিল ও ১ মে ২০১৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং সুবর্ণ জয়ন্তী বক্তা হিসেবে ‘‘ইতিহাসের একটি ঐতিহাসিক পরাজয়’’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড.মোহাম¥দ সিরাজুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদ। সম্মেলনে দেশ বিদেশের খ্যাতিমান ৪ শতাধিক শিক্ষাবিদ, ইতিহাসবিদ, গবেষক ও পণ্ডিতবর্গ অংশগ্রহণ করেন। দু’দিন ব্যাপী এ সমে¥লনে সুবর্ণ জয়ন্তী বিশেষ সেমিনারসহ মোট ১৩টি অধিবেশনে শতাধিক প্রবন্ধ উপস্থাপিত হয়। সম্মেলনের কর্ম অধিবেশনে ভাষা কন্যা জাতীয় অধ্যাপক ড. সুফিয়া আহমেদকে সভাপতি এবং অধ্যাপক ড.এ কে এম গোলাম রব্বানীকে সাধারণ স¤পাদক করে ২০১৬ ও ২০১৭ সনের জন্য নিম্নোক্ত কমিটি গঠন করা হয়:

 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- অধ্যাপক আবদুল মতিন সরকার, অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া, অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম, অধ্যাপক মো. মাহ্ফুজুল ইসলাম, কোষাধ্যক্ষ-মোহাম¥দ হুমায়ুন কবির, যুগ্ম-কোষাধ্যক্ষ- মিসেস নুসরাত ফাতেমা, যুগ্ম-সম্পাদক- মো. আবদুর রহিম ও ড. মহসিন উদ্দিন ফিরোজ, পত্রিকা স¤পাদক- অধ্যাপক ড. আবদুল বাছির ও অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

 

সদস্যরা হলেন, অধ্যাপক ড. হাবিবা খাতুন, অধ্যাপক ড. সুলতান আহমদ, অধ্যাপক ড. জাহানা হক চৌধুরী, অধ্যাপক ড. নাজমা খান মজলিশ, অধ্যাপক ড. তৌহিদ হোসেন চৌধুরী, অধ্যাপক মঞ্জুরুল আলম খান, অধ্যাপক ড. মো. তৌফিকুল হায়দার, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, ড. এমরান জাহান, অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. মো. ফায়েকুজ্জামান

 

অধ্যাপক শামসুজ্জামান খান, মিসেস শবনম শেহনাজ চৌধুরী দীপা, নিজাম চৌধুরী, আবদুর রাজ্জাক, অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, এ কে এম খাদেমুল হক, ইমতিয়াজ আহমেদ।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট