ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় শিক্ষার্থীদের সাক্ষাৎ

07-05-2016_Foreign medical students (2)ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গাজীপুরস্থ তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতের ৩০জন শিক্ষার্থী ৭ মে ২০১৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলে ভারতের কাশ্মির-এর ২৯ জন এবং ১জন আসামের শিক্ষার্থী ছিল। প্রতিনিধি দলের সাথে ছিলেন কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফাতেমা এম খান এবং পরিচালক ডা. জাকি কবির। এসময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য তাদের ধন্যবাদ জানান। বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিস্তারিতভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে উপাচার্য বলেন, বাংলাদেশকে, বাংলাদেশের সংস্কৃতিকে তারা জানবে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ দেশে ফিরে যাবে। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে তাদের মেধাকে নিজ দেশে জনগণের কল্যাণে নিয়োজিত করবে বলে উপাচার্য আহ্বান জানান। তবে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সম্পর্ক অব্যাহত থাকবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।#

 

 

আরএইচ

পছন্দের আরো পোস্ট