ছোটবেলার বন্ধু

WP_20150601_14_02_49_Proখুজি তোদের ঘুমের ঘোরে
আজও আসিস স্বপ্নে ফিরে
এহৃদয়ে ক্ষত করে
কে কোথায় আজ কত দূরে

 

হয়নি দেখা অনেক দিন
মুখছবি মনে পড়ে সাদা কালো আবছা রঙিন
এই হৃদয়ে জায়গা করে
জানিনা আর কি আসবি ফিরে

 

Post MIddle

হয়তো হবে দেখা হয়তো হবে না
অজানা পথের বাকেঁ হয়তো চিনবো না
ব্যস্ত হয়ে গেছিস তোরা কর্ম জীবনে
হয়তো কেও হারিয়ে গেছে অকাল মরনে

 

তোদেরও কি আমার মত বুকটা ব্যাথা করে
স্মৃতির পাতায় হাজার ছবি উলোট পালট করে
আমি আছি আগের মতই যেমন ছিলাম
তোরা কি পাল্টে গেছিস নাকি অন্যরকম

 

আয়না ফিরে আমার কাছে বুকটা বুকে ধর
ছোট্ট বেলার বন্ধু হয়না কভূ পর
বাড়লে বয়স ছোট্ট বেলার বন্ধু হারিয়ে যায়
মাবুদ ওদের ভালো রেখ সুন্দর এ ধরায়।#

পছন্দের আরো পোস্ট