সাংবাদিক হলচ্যুতিতে জাবি প্রেসক্লাবের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি স্থানীয় দৈনিক সানশাইন ও দি রিপোর্ট ২৪ ডটকমের সাংবাদিক ও শাহ মখদুম হলের আবাসিক ছাত্র জাকির হোসেন তমালকে সংবাদ প্রকাশের জের ধরে হল থেকে বের করে দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
হল প্রভোস্ট কতৃক সাংবাদিককে হল থেকে বের করে দেওয়ায় জাবি প্রেসক্লাবের সভাপতি রিজু মোল্লা বলেন, সত্য প্রকাশ করায় সাংবাদিককে বিভিন্ন সময়ে নানা ধরণের হয়রানির শিকার হতে হচ্ছে। জাকির হোসেন তমালও এই হয়রানির শিকার। আমি আশা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতাকে অক্ষুণ রাখবে।
নিন্দা প্রকাশ করে জাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজিদ বসুনিয়া বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে একটি শ্রেণী সবসময় তৎপর। জাকির হোসেন তমালের ঘটনা তারই একটি দৃষ্টান্ত। আশা করছি প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতার পরিবেশ বজায় রাখবে।