এক বছর পূর্তিতে ইউজিসি চেয়ারম্যানের আহবান
কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা, আন্তরিকতার সাথে কাজ করার জন্য ইউজিসি চেয়ারম্যান উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি ইউজিসিকে সফলতা ও দক্ষতার সাথে পরিচালনার জন্য কমিশনের সর্ব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ইউজিসি অডিটরিয়ামে আজ (৮মে) রোববার ইউজিসিতে তাঁর এক বছর পূর্তি উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ প্রদানকালে এ আহবান জানান। উল্লেখ্য যে, প্রফেসর আবদুল মান্নান ২০১৫ সালের ৭ মে ইউজিসিতে ১২তম চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প ও বিডিরেনসহ কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।