বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু সোমবার

befacকওমি মাদরাসা বোর্ড-বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর অধীনে ৩৯তম কেন্দ্রীয় পরীক্ষা সোমবার শুরু হচ্ছে।

 

Post MIddle

সংশ্লিষ্টরা জানান, সারা দেশে দরসিয়াতের ৬৯৩টি, হিফযুল কোরআনে ১৯০টি ও ইলমুত-তাজবীদ ওয়ালক্বিরাআত বিভাগের ৬২৮টি কেন্দ্রে কওমি মাদরাসার ৭টি স্তরের ৮৬ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। এরমধ্যে দরসিয়াতে পুরুষ ৪৫৬১৩ ও মহিলা ২৭৯০৮ জন, হিফযুল কোরআনে ১১ হাজার ৯৯৮ জন এবং ইলমুত-তাজবীদ ওয়ালক্বিরাআতে ৬২৮জন পরীক্ষার্থী।

 

বেফাকের মহাসচিব আল্লামা আব্দুল জাব্বার জাহানাদাদী শনিবার এক বিবৃতিতে সারা দেশের কওমি মাদরাসার ৩৯ তম কেন্দ্রীয় পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইভাবে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

পছন্দের আরো পোস্ট